প্রকাশ : ৩১ মে ২০২২, ০০:০০
দেশীয় অস্ত্রসহ আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র আহাদুল ইসলাম পাটোয়ারীকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
জানা যায়, আশিকাটি ইউনিয়নের সেনগাঁও গ্রামের পাটোয়ারী বাড়ির বাসিন্দা মোঃ জাহাঙ্গীর পাটোয়ারীর ছেলে আহাদুল ইসলাম গতকাল দুপুরে এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সম্মুখে গিয়ে স্থানীয় কিশোরদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।
এক পর্যায়ে আহাদুল ইসলাম উত্তেজিত হয়ে বাড়িতে গিয়ে দেশীয় ২টি ধারালো দেশীয় অস্ত্র হাতে নিয়ে এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে এসে ঐ কিশোরদের ডাক-চিৎকার দিয়ে খুঁজতে থাকে। খবরটি উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কানে পৌঁছামাত্র বেশ ক’জন শিক্ষকসহ দৌড়ে গিয়ে তিনি দেশীয় অস্ত্রসহ উক্ত আহাদুল ইসলামকে আটক করেন। পরে এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটোয়ারী অস্ত্রসহ কিশোরকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশীদকে বিষয়টি অবহিত করেন।
ওসির নির্দেশে এএসআই আঃ মোতালেব ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ কিশোরকে মডেল থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশীদের সাথে কথা হলে তিনি বলেন, এই বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।