রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ মে ২০২২, ০০:০০

কচুয়ায় হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান ॥ একটি সীলগালা
ফরহাদ চৌধুরী ॥

কচুয়ার রহিমানগর এলাকায় বেসরকারি হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে একটি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা করে দেয়া হয়েছে। সোমবার দুপুরে রহিমানগর বাজার এলাকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজন কুমার দাস এ অভিযান পরিচালনা করেন।

সরকারি নিয়মনীতি উপেক্ষা করে বেসরকারি হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম পরিচালনা করার দায়ে জননী ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা করে দেয়া হয়। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্রের মেয়াদ না থাকায় অ্যাপোলো মেডিকেল সেন্টার, রহিমানগর ডায়াগনস্টিক সেন্টার, আলিফ মেডিকেল সেন্টার, সেন্ট্রাল হেল্থ কেয়ার, ইনসাফ মেডিকেল সেন্টার, পপুলার মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও রহিমানগর চক্ষু হাসপাতালকে সতর্ক করে সাতদিনের মধ্যে নিবন্ধনের কার্যক্রম সম্পাদন করার জন্যে নির্দেশ দেন। অপরদিকে রহিমানগর বাজারে অবস্থিত ৯টি প্রতিষ্ঠানের মধ্যে একমাত্র বেসিক এইড এন্ড হাসপাতালের কাগজপত্র সঠিক পাওয়া গেছে বলে জানান অভিযান পরিচালনাকারী কর্মকর্তা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজন কুমার দাস বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্লাহ্র নেতৃত্বে উপজেলার রহিমানগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কাগজপত্র না থাকায় জননী ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ ছানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা কার্যে সহযোগিতা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়