প্রকাশ : ৩১ মে ২০২২, ০০:০০
বাকপ্রতিবন্ধী এক কিশোর ২৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। তার পরিবারের লোকজন বহু জায়গায় খুঁজেও তার কোনো সন্ধান এখনও পায়নি। নানুপুর এলাকার তালুকদার বাড়ির আবুল তালুকদারের কিশোরপুত্র বাকপ্রতিবন্ধী সুমন তালুকদার (১৬) গত ২৫দিন ধরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নিখোঁজের সময় সুমন তালুকদারের পরনে চেক লুঙ্গি ও কালো রংয়ের শার্ট ছিল।
কিশোর সুমন ৬ মাস বয়সে মাকে হারিয়ে নানা-নানীর কাছে বেড়ে উঠে। কিশোর সুমনকে খুঁজে না পেয়ে তার নানা-নানী পাগলপ্রায়। যদি কোনো হৃদয়বান ব্যক্তি বাক্প্রতিবন্ধী সুমনের সন্ধান পেয়ে থাকেন তা হলে ০১৭১৪-৪৬৮৭৮২ অথবা ০১৮৩২-২৮৪৬৪৯ নাম্বারে যোগাযোগ করার জন্যে অনুরোধ করা গেল।