প্রকাশ : ৩১ মে ২০২২, ০০:০০

মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল ৩০ মে বিকেল ৬টায় স্থানীয় মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সাংগঠনিক কর্মকাণ্ডগুলো অসাংগঠনিকভাবে পরিচালিত হচ্ছে অভিযোগ এনে সাবেক ও বর্তমান কমিটির ১২ নেতা-কর্মী পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি শংকর রাও নাগ বলেন, আমাদের সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির আহ্বায়ক এমরান হোসেন মিয়ার স্বেচ্ছাচারিতা ও ত্যাগী নেতা-কর্মীদের অবমূল্যায়ন করে পকেট কমিটি করার কারণে আমরা জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে পদত্যাগ করছি।
শংকর রাও নাগ ছাড়াও সহ-সভাপতি আঃ রহমান মিয়াজী, রফিকুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন, পৌর জাতীয় পার্টির বর্তমান সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন ফরাজী, সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন ছিডু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসলাম প্রধান, জাতীয় যুব সংহতির সভাপতি ইকবাল সরকার, সহ-সভাপতি সোলায়মান সরকার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর যুব সংহতির সভাপতি গোলাম কাদের মুকুল, সাধারণ সম্পাদক আঃ কুদ্দুছ সরকার পদত্যাগ করেছেন।
শংকর রাও নাগ বলেন, এমরান হোসেন মিয়া প্রায় এক মাস আগে নেতা-কর্মীদের সাথে যোগাযোগ ছাড়াই কয়েকজন নিয়ে একটি কমিটি ঘোষণা করেন। এতে দলের ত্যাগী নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন।