রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ মে ২০২২, ০০:০০

লন্ডনঘাটে সিমেন্ট বোঝাই ট্রলারডুবি
মিজানুর রহমান ॥

চাঁদপুর শহরের নতুনবাজার এলাকায় ডাকাতিয়া নদীতে স্ট্যান্ড রোডস্থ ফারুক এন্ড মৃধা ব্রাদার্সের ৪ হাজার ৮০ বস্তা শাহ সিমেন্ট বোঝাই একটি ট্রলার ডুবে গেছে। অতিরিক্ত বৃষ্টির পানি প্রবেশ করে এমবি রফিক-টু নামে মনির মাঝির এ ট্রলারটি ডুবে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এ ঘটনায় ট্রলারে থাকা প্রায় ২১/২২ লাখ টাকার সিমেন্টের ক্ষতিসাধিত হয়েছে।

২৯ মে রোববার বেলা সাড়ে ১১টায় শহরের লন্ডনঘাটের খাদ্য গুদামের জেটি পন্টুন সংলগ্ন স্থান দিয়ে এ নৌ দুর্ঘটনাটি ঘটে।

ট্রলারে থাকা শাহ সিমেন্টের ডিলার ফারুক মৃধার ঘাট ম্যানেজার আব্দুল্লা আল নোমান জানান, শনিবার মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকা থেকে শাহ সিমেন্ট কোম্পানির ৪২০০ বস্তা সিমেন্ট নিয়ে ট্রলারটি চাঁদপুর পৌঁছলে

লন্ডনঘাটে নোঙ্গর করে রাখা হয়। পরের দিন রোববার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় প্রচুর বৃষ্টি। প্রায় এক ঘন্টার বৃষ্টিতে ঘাটে বাঁধা ট্রলারটি ডুবে যাবার উপক্রম হলে এই বৃষ্টির মধ্যেই আমরা ঘাটের লেবার নিয়ে সিমেন্টের বস্তা আনলোডের চেষ্টা করি। ১২০ বস্তা সিমেন্ট সরাতেই ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। এ সময় জাহাঙ্গীর ও আমির নামে দু শ্রমিক আহত হন।

এ বিষয়ে চাঁদপুর নদী বন্দর ও পরিবহন কর্মকর্তা একেএম কায়সারুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের লোকজন সেখানে গেছে এবং ডুবুরি নামানোর কাজ করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়