প্রকাশ : ৩০ মে ২০২২, ০০:০০
আগামী ১১ জুন চাঁদপুর জেলা জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ মে রোববার বিকেলে চাঁদপুর শহরের ষোলঘরস্থ অ্যাডঃ আঃ লতিফ শেখের ল’ চেম্বারে আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির প্রাদেশিক বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম খুশু।
সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাওঃ জাকির হোসেন হিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খানের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ মোঃ আঃ লতিফ শেখ। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য আবুল কালাম আজাদ টুলু, জাতীয় যুব সংহতির সাবেক কেন্দ্রীয় প্রাদেশিক বিষয়ক সম্পাদক ও চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম খান।
সভায় আরো বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব মোঃ শাহ আলম মিজি, জাতীয় যুব সংহতির আহ্বায়ক গোলামুন্নবী লিটন, সদস্য সচিব মোঃ হান্নান ঢালী, পৌর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক শাহজাহান মাতাব্বর, ইব্রাহিম দেওয়ান স্বপন, গোলাম মোস্তফা, জাতীয় ছাত্র সমাজ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ শরীফ পাটোয়ারী, সদর উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শুক্কুর মাস্টার, ৮নং বাগাদী ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক হাফেজ মোঃ রফিকুল ইসলাম খান, ৫নং রামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলম তালুকদার, ৭নং তরপুরচন্ডী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ স্বপন ডাক্তার প্রমুখ।
সভায় আরো চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিবসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় যে কোনো মূল্যে ১১ জুন চাঁদপুর জেলা জাতীয় পার্টির সম্মেলন সফল করতে নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।