প্রকাশ : ৩০ মে ২০২২, ০০:০০
কচুয়া থেকে প্রকাশিত প্রথম পাক্ষিক পত্রিকা কচুয়া কণ্ঠ গৌরবের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে। ২৭ মে শুক্রবার রাতে কচুয়া পৌরসভাধীন জমজম টাওয়ারের ৮ম তলায় কচুয়া কণ্ঠ ফাউন্ডেশন মিলনায়তনে পত্রিকার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কচুয়া কণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান শরিফুল ইসলাম মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন।
কচুয়া কণ্ঠের নির্বাহী সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ ছানোয়ার হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কচুয়া কণ্ঠের সম্পাদক ও প্রকাশক মোঃ হাবিব উল্লাহ হাবিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি ও হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার, তিশা ডিজিটাল মেডিকেল সেন্টারের চেয়ারম্যান রাবিকুল হাসান, সাংবাদিক মোঃ আলমগীর তালুকদার, শিখড় সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নু, কচুয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, কচুয়া কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সম্পাদক ওমর ফারুক সাইম, উপদেষ্টা তরিকুল ইসলাম, কচুয়া কণ্ঠ ফাউন্ডেশনের সদস্য সচিব সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতি কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামাল হোসেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কচুয়া উপজেলা শাখার সভাপতি ওমর খৈয়াম বাগদাদী রুমি প্রমুখ।
আলোচনা সভা শেষে পত্রিকাটির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ। পরে সাংবাদিক ও সুধীজনের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়। এ সময় কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, সুধীজন ও কচুয়া কণ্ঠ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।