রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ মে ২০২২, ০০:০০

এমপির পথসভা জনসভায় রূপান্তর
কামরুজ্জামান টুটুল ॥

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপির পথসভা জনসভায় রূপান্তর হয়েছে। গত শনিবার বিকেলে হাজীগঞ্জের দ্বাদশ ইউনিয়নের চেঙ্গাতলী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভাস্থল দলীয় নেতাণ্ডকর্মীসহ আমণ্ডজনতার ঢলে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এদিন তিনি স্থানীয় রাজারগাঁও হাইস্কুল থেকে মালাপাড়া পাটওয়ারী বাড়ি, রামরা জিপিএস সড়ক ও চেঙ্গাতলী বাজার-মুকুন্দসার সড়কের উদ্বোধন করতে সেখানে যান। সভার আয়োজন করে দ্বাদশগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম বকাউল।

সভার প্রধান অতিথি হিসেবে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশগুলোর কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। যে উন্নয়ন শুধুমাত্র শহরকেন্দ্রিক নয়। দেশে সামগ্রিক উন্নয়ন করা হয়েছে। যার ছোঁয়া শহর থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে পৌঁছেছে। যার প্রমাণ হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা। এ দুই উপজেলার যেখানে তাকাবেন, সেখানেই সরকারের দৃশ্যমান উন্নয়ন চোখে পড়বে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ একেএম শাহজাহানের সভাপ্রধানে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক মোঃ কাউছার আহমেদ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটাঃ আহসান হাবিব অরুণ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন প্রমুখ।

স্থানীয় নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এমএ তাহের, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব খোকন বিএসসি, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি খাদিজা আক্তার, ইউনিয়ন যুবলীগ নেতা ইঞ্জিঃ রিপন, যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেন, শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক খলিল খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলা, পৌরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাণ্ডকর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়