প্রকাশ : ২৮ মে ২০২২, ০০:০০
মতলব উত্তর থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ বিল্লাল হোসেন নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মোহনপুর নৌ-পুলিশ। সে কুমিল্লা কোতয়ালী থানার বসন্তপুর গ্রামের আলী আকবরের ছেলে।
২৭মে শুক্রবার বিকেল ৩টার সময় মতলব উত্তর উপজেলার মোহনপুর লঞ্চঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুজ্জামানের নেতৃত্বে এসআই বাবুল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে ১৪ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
মোহনপুর ফাঁড়ি থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ মনিরুজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় এক মাদক বিক্রেতা চাঁদপুর থেকে লঞ্চযোগে গাঁজা নিয়ে মতলবের মোহনপুর লঞ্চ ঘাটে নামে। সে এসময় একটি কাপড়ের ব্যাগে ১৪ কেজি গাঁজাসহ লঞ্চ ঘাটে অবস্থান করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১৪ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নৌ-পুলিশ ফাঁড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।