প্রকাশ : ২৮ মে ২০২২, ০০:০০
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে কাউন্সিলিং অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ কাউন্সিলিং অনুষ্ঠিত হয়। এইচএসসি পরীক্ষা সামনে রেখে বৃহস্পতিবার কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে আয়োজিত কাউন্সিলিংয়ে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন কলেজ অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ।
সহকারী অধ্যাপক মোহাম্মদ মাকছুদুর রহমানের সঞ্চালনায় কাউন্সিলিংয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকদের মধ্যে বিষয়ভিত্তিক আলোচনা করেন সহকারী অধ্যাপক মোঃ সেলিম, নাজমা আক্তার, মোঃ সেলিম পাটওয়ারী, বিলকিস আরা বেগম, মোঃ বেলাল হোসেন, প্রভাষক বিকাশ চক্রবর্তী ও সঞ্জয় দেবনাথ।
এ সময় বেশ ক’জন শিক্ষার্থী তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন। এর মধ্যে রয়েছেন মোঃ মেহেদী হাছান, সিদরাতুল মুনতাহা, মোঃ সুমন হোসেন, মোঃ জুনায়েদ হোসেন, মোঃ নাহিদুল ইসলাম, তাসলিম ইসলাম ইভা প্রমুখ।
উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আনম মফিজুর রহমান, মোহাম্মদ শাহজাহান সরকার, মোঃ ইয়াছিনসহ অন্যান্য শিক্ষক এবং দ্বাদশ শ্রেণির মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দ।