প্রকাশ : ২৭ মে ২০২২, ০০:০০
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের বর্বরোচিত হামলায় আহত কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাংগঠনিক সম্পাদক আবু আফসান ইয়াহিয়াসহ ছাত্রদল নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদল। ২৫ মে বিকেলে ছাত্রদল কলেজ প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিবাদ কর্মসূচি পালন করে। চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারীসহ চাঁদপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ এবং ছাত্রদলের অন্য নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন।