প্রকাশ : ১৯ জুলাই ২০২১, ০০:০০
ক্রমেই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। স্বজনহারার আর্তনাদে ভারী হচ্ছে সীমান্তবর্তী জেলাসহ ঢাকার হসপিটাল চত্বর। করোনা সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় (১৭ণ্ড১৮ জুলাই) শেষ নিঃশ্বাস ত্যাগ করলো আরও ২২৫ জন। যার মধ্য চাঁদপুরের রয়েছে ১ জন। চাঁদপুরে করোনা পজিটিভ রোগী ১ জন মারা যাওয়ার বিষয়টি চাঁদপুর সিভিল সার্জন দৈনিক চাঁদপুর কণ্ঠকে নিশ্চিত করেছেন।
সারাদেশে মোট শনাক্ত ১১,৫৭৮ জন। নমুনা সংগ্রহ ও পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯.০৯ শতাংশ এবং চাঁদপুরে শনাক্তের হার প্রায় ৩৯ শতাংশ। নতুন ২২৫ জন সহ দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৯৪ জন। আর নতুন শনাক্ত ১১,৫৭৮ জনসহ শনাক্তের মোট সংখ্যা ১১ লাখ তিন হাজার ৯৮৯।
১৮ জুলাই রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আট হাজার ৮৪৫ জন। আর মোট সুস্থ রোগীর সংখ্যা নয় লাখ ৩২ হাজার আট জন। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ২২ শতাংশ। সুস্থতার হার ৮৪ দশমিক ৪২ শতাংশ। করোনায় মৃত্যু হার ১ দশমিক ৬২ শতাংশ।
মৃত ২২৫ জনের মধ্যে ঢাকা বিভাগের ৬০ জন, চট্টগ্রাম বিভাগের ৪০ জন, রাজশাহী বিভাগের ২০ জন, খুলনা বিভাগের ৫৪ জন, বরিশাল বিভাগের নয়জন, সিলেট বিভাগের ১৪ জন, রংপুর বিভাগের ১৪ জন এবং ময়মনসিংহ বিভাগের ১৪ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১২৩ জন পুরুষ এবং ১০২ জন নারী। এর মধ্যে ১৩ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১১৫ জনের বয়স ৬০ বছরের বেশি।
এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৫২, ৪১ থেকে ৫০ বছরের ৩১, ৩১ থেকে ৪০ বছরের ১৬, ২১ থেকে ৩০ বছরের সাতজন, ১১ থেকে ২০ বছরের ৩ এবং দশ বছরের কম বয়সী একজন রয়েছেন।