প্রকাশ : ১৯ এপ্রিল ২০২২, ০০:০০
![আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত](/assets/news_photos/2022/04/19/image-16688.jpg)
চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের দক্ষিণ গুণরাজদীস্থ আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ এপ্রিল) মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য শিক্ষানুরাগী আলহাজ¦ মোঃ তাফাজ্জ্বল হোসেন তাফু পাটওয়ারী। এছাড়া আমিনুল ইসলাম পাটওয়ারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদ্রাসার সুপার আলহাজ¦ মাওঃ মুফতি মোঃ জিয়াউদ্দিন খন্দকারের সভাপ্রধানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সুপার ও মাদ্রাসা মসজিদের খতিব মাওঃ মোঃ ওসমান গণি পাটওয়ারীসহ শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার জুনিয়র মৌলভী মোঃ জসিম উদ্দিন। কোরআন তেলাওয়াত করে মাদ্রাসার ছাত্র মোঃ মেহেদী হাসান এবং নাতে রাসুল (সাঃ) পরিবেশন করে মাদ্রাসার সাবেক ছাত্র মোঃ কবির হোসেন। সবশেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।