শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫১

টিআই ও সার্জেন্ট এবং ডিবির এসআইকে পুলিশ সুপার কর্তৃক পুরস্কার প্রদান

অনলাইন ডেস্ক
টিআই ও সার্জেন্ট এবং ডিবির এসআইকে পুলিশ সুপার কর্তৃক পুরস্কার প্রদান

চাঁদপুরে এখনো উচ্চ শব্দের হর্ন বাজিয়ে ছুটছে যানবাহন। হর্ন বাজানোর ক্ষেত্রেও মানা হচ্ছে না এলাকাভিত্তিক নির্দেশিকা। এর বিরুদ্ধে কঠোর হবার নির্দেশনা দিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার।

এ ব্যাপারে সোচ্চার চাঁদপুর ট্রাফিক পুলিশ।চালাচ্ছে অভিযান।

উচ্চ শব্দ সৃষ্টিকারী মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আটক করায় চাঁদপুর ট্রাফিকের টিআই ও সার্জেন্ট এবং ডিবির এসআইকে কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করা হয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম তাঁর কার্যালয়ে এই পুরস্কার প্রদান করেন। এ সময়

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরীসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁদপুর জেলা পুলিশের শহর ও যানবাহন শাখার উদ্যোগে উচ্চ শব্দ উৎপাদনকারী পাইপ ও উচ্চ শব্দের হর্নযুক্ত মোটরসাইকেলের বিরুদ্ধে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। যানবাহনের বৈধ কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি শব্দদূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সড়কে শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাঁদপুর জেলা পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে। সকল চালক ও যাত্রীদের প্রতি পুলিশ সুপারের অনুরোধ, ট্রাফিক আইন মেনে চলুন এবং শব্দদূষণ মুক্ত শহর গড়তে সহযোগিতা করুন ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়