শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৯

সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী মিশনে তারুণ্যের উৎসব

প্রবাসীকণ্ঠ ডেস্ক
সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী মিশনে তারুণ্যের উৎসব

বাংলাদেশ সরকার ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ‘তারুণ্যের উৎসব’ উদ্যাপন করছে। এ উপলক্ষে সুইজারল্যান্ডের জেনেভায় তরুণদের জন্যে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫) জেনেভায় স্থায়ী মিশন মিলনায়তনে এ চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সুইজারল্যান্ডে বেড়ে ওঠা বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৬-১৪ বছর বয়স্ক ২৬ জন তরুণ-তরুণী চিত্রাঙ্কন এবং ১৫-২৫ বছর বয়স্ক ৯ জন তরুণ-তরুণী কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। চিত্রাঙ্কনের বিষয় ছিলো জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, দেশপ্রেম এবং বিপ্লব ও প্রতিরোধ। কুইজ প্রতিযোগিতার বিষয় ছিলো জুলাই- আগস্ট গণঅভ্যুত্থান, সংস্কৃতি ও খেলাধুলা এবং সমাজ ও সরকার ব্যবস্থা।

জেনেভা বাংলাদেশ স্থায়ী মিশনের কাউন্সিলর ফজলে লোহানী বাবু জুলাই-আগস্টের পরিপ্রেক্ষিত সহ বাংলাদেশের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন প্রতিযোগীদের মধ্যে।

অনুষ্ঠানে উপস্থিত সুইজারল্যান্ডের বিভিন্ন ক্যান্টন থেকে আগত তরুণ-তরুণীরা বাংলাদেশ নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যে সরকারি সাহায্যের দাবি জানান তারা।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল তাঁর বক্তৃতায় বিদেশে বেড়ে ওঠা বাংলাদেশি তরুণদের দেশ গঠনে তাদের ভূমিকার প্রশংসা করেন।

এ সময় রাষ্ট্রদূত বলেন, যে কোনো সাহায্য সহযোগিতার জন্যে বাংলাদেশ সরকার তথা মিশন বদ্ধপরিকর। বাংলাদেশি তরুণ- তরুণীরা বাংলাদেশসহ সুইজারল্যান্ডের স্থানীয় রাজনীতিতে সংশ্লিষ্ট হয়ে দেশ এবং একটি সুন্দর বিশ্ব গঠনে ভূমিকা রাখতে আহ্বান জানান। তিনি আরও বলেন, পৃথিবীতে কেউ কাউকে কোনো অধিকার এনে দেয় না, নিজেদের অধিকার আদায় করে নিতে হয়। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার মধ্যে মিশনের পক্ষ থেকে উপহার এবং সার্টিফিকেট প্রদান করেন রাষ্ট্রদূত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়