প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ০০:০০
সোহাঈদ খান জিয়া ॥
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ ৩০ পিচ ইয়াবাসহ ১ জনকে আটক করেছে। বৃহস্পতিবার বিকেলে জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই মোঃ মোতাহের হোসেন শাহীন, এএসআই নেছার আহমদ ও সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে হাজীগঞ্জের বলাখাল রেল স্টেশনের সামনে বলাখাল-রামপুর বাজার পাকা সড়কের ওপর হতে মাদক ব্যবসায়ী মোঃ মুক্তার হোসেন (৩১)কে ৩০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। আটক আসামীর বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে।