প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলায় ১৫ জুলাই বৃহস্পতিবার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করা হয়েছে। উপহার প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।
উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফার সভাপ্রধানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএ আজিজ বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাদল নন্দী, উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজির আহম্মেদ বাদল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোটাঃ শ্যামল চন্দ্র দাস ও ইউপি সদস্য আবু তাহেরসহ অন্যরা। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।