প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা বাজারে কোরবানির পশুর হাট জমে উঠেছে। স্বাস্থ্য বিধি মেনে বসেছে এই হাট।
গতকাল শুক্রবার দুপুরে বাজার ঘুরে দেখা যায়, সরকারের নির্দেশনা মেনে মাস্ক ব্যবহার করে ক্রেতারা বাজারে প্রবেশ করছেন। আর বিক্রেতারাও সামাজিক দূরত্ব বজায় রেখে গরু নিয়ে ক্রেতার অপেক্ষায় রয়েছেন। বাজার ইজারাদার ও তার লোকজনও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ক্রেতা-বিক্রেতাদেরকে সচেতন করতে দেখা যায়।
বাজার ইজারাদার মোঃ জাকির খান বলেন, সরকারের নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে কোরবানির গরুর হাট বসিয়েছি। আর মাইকে ঘোষণা দিয়ে যাচ্ছি কেউ যেনো মাস্ক ছাড়া বাজারে প্রবেশ না করে। সকলে স্বাস্থ্যবিধি মেনে বাজারে প্রবেশ করার জন্য বলে দেয়া হচ্ছে।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল বলেন, সারা বিশ্বব্যাপী করোনা দেখা দিয়েছে। বাংলাদেশে বর্তমানে ভারতীয় ভ্যারিয়েন্টের করোনা ব্যাপকতা লাভ করেছে। সরকারের পাশাপাশি আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করলেও গুরুত্ব না দেয়ায় এর হার বৃদ্ধি পেয়েছে। মুসলমানদের ধর্মীয় উৎসব হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে কোরবানির গরু অনেকেই অনলাইনে ও খামারিদের বাড়ি বাড়ি গিয়ে কিনে নেয়। বাজারে হাজার হাজার গরু উঠে। সেখানে পছন্দ করে অনেকে গরু ক্রয় করে।
তিনি বলেন, চাঁদপুরের গ্রামাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় কোরবানির গরুর হাট বসে বাগাদী চৌরাস্তা বাজারে। প্রশাসনের নির্দেশে স্বাস্থ্য বিধি মেনে গরুর বাজার পরিচালনা করার নির্দেশ দিয়েছি। বাজার ইজারাদার ও তার লোকজনকে ডেকে এনে মিটিং করেছি এবং নিজে নজরদারি রাখছি। যারা বাজারে আসবেন তারা যেনো স্বাস্থ্যবিধি মেনে বাজারে আসেন। জনগণের নিকট আমার অনুরোধ, স্বাস্থ্যবিধি মেনে বাজারে আসবেন। না হলে সকলকে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হবে।