বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ০০:০০

শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে চাঁদপুর শহরের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া
গোলাম মোস্তফা ॥

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের বেশক’টি মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

গতকাল ১৬ জুলাই শুক্রবার ছিলো বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস। এ উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ নাছির উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালের নির্দেশক্রমে বাদ জুমা বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ, শহরের বাসস্ট্যান্ড গোর এ গরীবা জামে মসজিদ, জোড়পুকুরপাড় বাইতুল ফালাহ জামে মসজিদসহ বেশ কয়েকটি মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা, বৈশ্বিক মহামারী করোনায় সারাদেশে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের যে সকল নেতা-কর্মী মৃত্যুবরণ করেছেন এবং যারা অসুস্থ রয়েছেন তাদের সুস্থতা কামনা, করোনা থেকে দেশবাসীকে রক্ষায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির দেওয়ান মন্টু, জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চাঁদপুর পৌর শাখার সভাপতি খোরশেদ আলম হাওলাদার, সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গাজী প্রমুখ।

জোড় পুকুরপাড় বাইতুল ফালাহ জামে মসজিদে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফেরদৌস মোরশেদ জুয়েল ও সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শফিকুর রহমান গাজী। পৌর বাসস্ট্যান্ড গোর এ গরীবা জামে মসজিদ উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১/১১-এর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করার পর দলীয় নেতা-কর্মীদের আন্দোলন ও আইনী লড়াইয়ে এ দিনে মুক্তি পান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই এরপর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন প্রতি বছর এ দিনটি শেখ হাসিনার কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়