প্রকাশ : ১৬ জুলাই ২০২১, ০০:০০
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ১৪ জুলাই বুধবার ফরিদগঞ্জে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে নিজস্ব কার্যালয়ে বাদ আছর পার্টির সভাপতি আব্দুল আউয়াল মিয়াজীর সভাপতিত্বে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন উপজেলা সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাউদ, সাবেক সাধারণ সম্পাদক আলী আহাম্মদ, যুব সংহতি ঢাকা মহানগরীর সহ-সভাপতি হারুন অর রশিদ, পৌর জাতীয় পার্টির সভাপতি ফজলুল হক কেরানী, সাধারণ সম্পাদক মামুন হোসেন রনি, যুগ্ম-সম্পাদক আবু তাহের চৌধুরী, যুব সংহতির আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব স্বপন পাটওয়ারী, ছাত্রসমাজের মোস্তফা কামাল, শ্রমিক পার্টির সভাপতি অহিদুজ্জামান ও মহিলা নেত্রী ফারিয়া চৌধুরী।
আলোচনা শেষে মিলাদ পরিচালনা করেন আলমগীর হোসেন সাউদ এবং মোনাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক এমরান হোসেন কাজী।