প্রকাশ : ১৬ জুলাই ২০২১, ০০:০০
২১ জুলাই বুধবার দেশে উদ্যাপিত হবে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল আজহা। ধর্ম মন্ত্রণালয় বলেছে, স্বাস্থ্যবিধি মেনে মসজিদের পাশাপাশি ঈদগাহ বা খোলা জায়গায় ঈদের নামাজের জামাত আয়োজন করা যাবে।
সারাদেশের ন্যায় চাঁদপুরেও ঈদ জামাতের প্রস্তুতি নেয়া শুরু হয়েছে। সেই জামাতের জন্যে অতি প্রয়োজনীয় সামগ্রী হোগলা। পুরাণবাজার থেকে পাইকারী হোগলা কিনে নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি মধুসূদন হাই স্কুল মাঠ সংলগ্ন পলাশের মোড় থেকে তুলেছেন মিজানুর রহমান।