বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৬ জুলাই ২০২১, ০০:০০

ব্র্যাকের মাস্ক বিতরণ কর্মসূচি উদ্বোধন
অনলাইন ডেস্ক

চাঁদপুরে ব্র্যাক স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির আওতায় কোভিড-১৯ প্রতিরোধে ‘সামাজিক দুর্গ বিনির্মাণে মাস্ক বিতরণ কর্মসূচি’র শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।

১৪ জুলাই বুধবার সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক, পুষ্টি ও জনসংখ্যা চাঁদপুরের বাস্তবায়নে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

উদ্বোধন করার পূর্বে জেলা প্রশাসক বলেন, চাঁদপুরের করোনা পরিস্থিতি অনেক খারাপ। এভাবে যদি করোনা বাড়তে থাকে তাহলে চাঁদপুর বাংলাদেশের মধ্যে এলার্মিং এলাকা হয়ে যাবে এবং উচ্চ ঝুঁকিপূর্ণ বিশেষ এলাকা হিসেবে চিহ্নিত হয়ে যাবে। এর ৩টি কারণ রয়েছে। তা হলো মানুষকে আমরা সচেতন করতে পারছি না, মানুষ মাস্ক পরছে না এবং স্বাস্থ্যবিধি মেনে চলছে না। স্বাস্থ্যবিধি মেনে চলতে আমরা প্রতিনিয়ত স্বেচ্ছাসেবক, গণমাধ্যমসহ নানা উপায়ে প্রচারণা করে যাচ্ছি।

তিনি আরো বলেন, আমরা দেখছি বিনা প্রয়োজনে অনেকে মাস্ক ছাড়া দোকানপাটসহ বিভিন্ন স্থানে বসে আছে। আপনারা জানেন না আপনার আশেপাশে করোনা পজিটিভ কেউ বসে আছে কিনা। এ সময় মাস্ক পরা থাকলে আপনি তার থেকে সুরক্ষিত থাকবেন। আমাদের একটু সচেতনতার অভাবে এ সংক্রমণ বেড়েই চলছে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা বিনা প্রয়োজনে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং স্বাস্থ্যবিধিও মেনে চলছি না। সেক্ষেত্রে আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলতাম এবং মাস্ক পরতাম তাহলে আমাদের সংক্রমণের হার কমে যেত।

চাঁদপুর ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ ও প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।

মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইবনে আল জায়েদ হোসেন, এআরএম জাহিদ হাসান, চাঁদপুর ব্র্যাকের আরএম (প্রগতি) মোঃ মনির উদ্দিন, এরিয়া ম্যানেজার মায়া মজুমদার, আরএম মোঃ জহিরুল ইসলাম, এএসএম কামরুল ইসলাম, জেলা ব্যবস্থাপক (টিবি) গোলাম মোস্তফা, আঞ্চলিক হিসাব কর্মকর্তা পল্লব সাহা, ডিএম এইচআরএলএম কালাচাঁদ দাস প্রমুখ।

চাঁদপুর ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ জিয়াউর রহমান জানান, চাঁদপুর জেলায় এই উন্নতমানের মাস্ক ৮৪ হাজার বিতরণ করা হবে। এই মাস্কটি কমপক্ষে ২০ বার ধৌত করে ব্যবহার করা যাবে।

এছাড়াও তিনি জানান, অতি সম্প্রতি ব্র্যাক টিবি কর্মসূচির ল্যাব টেকনিশিয়ানদের র‌্যাপিড এন্টিজেন টেস্টের বিষয়ে ট্রেনিং করানো হয়েছে। উক্ত কর্মীরা করোনা পরীক্ষা (এন্টিজেন টেস্ট) পরিচালনা করে সরকারকে সহযোগিতা করছে। উপজেলা পর্যায়ে যথা শীঘ্রই ব্র্যাক এন্টিজেন টেস্ট শুরু করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়