প্রকাশ : ১৬ জুলাই ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির অফিসে এই ঋণ বিতরণ করা হয়েছে।
১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর কৃষক সমবায় সমিতির ৪৫ জন সদস্যের মাঝে ১০ লাখ টাকা কৃষি ঋণ, করোনা থেকে মুক্ত থাকার জন্য দুটি করে সার্জিক্যাল মাস্ক ও স্বাস্থ্য সেবা কার্ড বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, ভাইস চেয়ারম্যান মামুনুর রহমান পাটওয়ারী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূঁইয়া, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামিম ও পরিদর্শক আজাদুর রহমান।