বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ মার্চ ২০২২, ০০:০০

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে ওরিয়েন্টেশন ও নবীনবরণ সম্পন্ন
প্রেস বিজ্ঞপ্তি ॥

৬ মার্চ শনিবার সকাল ১০টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর ক্যাম্পাসে ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজের অধ্যক্ষ মোঃ জামশেদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ নূর খান, ড্যাফোডিল ফ্যামিলি চাঁদপুর-এর কো-অর্ডিনেটর মোঃ রুবেল খান ও কলেজের সহকারী উপাধ্যক্ষ ফয়সাল আহম্মেদ ফরাজী।

বাংলা বিভাগের প্রভাষক নাজমুন নাহারের সঞ্চালনায় শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রসায়ন বিষয়ের সহযোগী অধ্যাপক আব্দুস সালাম খান, বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও পদার্থবিজ্ঞানের প্রভাষক দীপক কুমার চক্রবর্তী এবং বাংলা বিভাগের প্রভাষক ও অনুষ্ঠানের আহ্বায়ক মোঃ আইকে হেলাল।

নবীনদের উদ্দেশ্যে অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহজাবিন সুলতানা ও মোঃ ইসমাইল হোসেন। নবীনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমেনা বেগম ও তাসনিম আক্তার।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী আমেনা আক্তার, গীতা পাঠ করেন আবৃত্তি দাস। প্রান্তিকা সাহার নেতৃত্বে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।

পরে ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে অধ্যক্ষসহ উপস্থিত সকল অতিথি, শিক্ষক ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। সবশেষে নবীন শিক্ষার্থীদের হাতে বিভাগভিত্তিক শ্রেণি শিক্ষকগণ মাসিক লেসন প্ল্যান, ক্লাস রুটিন, বুক লিস্ট তুলে দেন এবং কলেজের নিয়মকানুন সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়