প্রকাশ : ০৭ মার্চ ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের একটি ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী আব্দুর রহমান রুবেল থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি জানান যে, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী গ্রামের চন্দের বাড়িতে মোঃ হারুন সর্দারদের সাথে দীর্ঘদিন ধরে তার জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। তিনি ব্যবসায়িক কাজে বাইরে থাকতে হয় বিধায় তার ঘরে রিমা আক্তারকে ভাড়াটিয়া হিসেবে থাকতে দেন। হারুন সর্দার তাকে সম্পত্তি থেকে উচ্ছেদের জন্যে ভাড়টিয়াসহ অন্যদেরকে নানাভাবে হয়রানি করে আসছে। এরই এক পর্যায়ে গত বুধবার দুপুরে ঘরে আগুন লাগিয়ে দেয়। এ সময় ভাড়াটিয়া রিমা আক্তার চারদিক থেকে কালো ধোঁয়া দেখতে পেয়ে ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আঃ রহমান রুবেলের ঘর ও গাছপালা পুড়ে যায়। ফলে বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার এসআই মশিউর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।