বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ মার্চ ২০২২, ০০:০০

কচুয়ায় ভেজাল ও অবৈধ বালাইনাশক বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
মেহেদী হাসান ॥

কচুয়া উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের আকানিয়া এলাকায় ভেজাল ও অবৈধ বালাইনাশক বিক্রির দায়ে এক দোকানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন আকানিয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স তাসমিম ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ সুমনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন। সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন দৈনিক চাঁদপুর কণ্ঠকে জানান, ভেজাল ও অবৈধ বালাইনাশক ব্যবসায়ী শনাক্তের পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ ও নি¤œমানের বালাইনাশক বিক্রি বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়। প্রথমবার সতর্ক ও জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে ভেজাল ও অবৈধ বালাইনাশক বিক্রি করলে তার বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোফায়েল হোসেন ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন জানান, উপজেলা কৃষি অফিস কর্তৃক ভেজাল ও অবৈধ বালাইনাশকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণার অংশ হিসেবে আকানিয়া এলাকায় মেসার্স তাসমিম ট্রেডার্সে নিবন্ধন বিহীন ২০ কেজি ভেজাল নিষিদ্ধ বাসুডিনসহ বিভিন্ন কোম্পানির মেয়াদ, ব্যাচ নম্বরবিহীন প্যাকেটের তথ্য সংবলিত অবৈধ কীটনাশক জব্দ করা হয়েছে। তাছাড়া ভবিষ্যতে এই ধরনের ভেজাল বালাইনাশক বিক্রি করলে তার বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থাগ্রহণ করা হবে।

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোফায়েল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মানিক হোসেন ও কচুয়া থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়