বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ মার্চ ২০২২, ০০:০০

দেশের মানুষ দুর্নীতিতে ভরপুর উন্নয়ন চায় না
নিজস্ব প্রতিবেদক ॥

তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন কচুয়া উপজেলা বিএনপি। শনিবার বিকেল ৩টায় উপজেলার সাচার মাদ্রাসা মাঠে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোঃ সফিকুজ্জামান।

এ সময় তিনি বলেন, দেশ আজ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। দ্রব্যমূল্য লাগামহীন ঘোড়ার মতো দৌড়াচ্ছে। মানুষ আজ না খেয়ে দিন পার করছে। অপর দিকে সরকারের পৃষ্ঠপোষকতায় তথাকথিত উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে। চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সামগ্রী দাম বেড়েই চলেছে। আবারো বাড়ানো হয়েছে গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম। দেশের মানুষ দুর্নীতিতে ভরপুর উন্নয়ন চায় না। দু'মুঠো ভাত খেতে চায়, তারা সরকারের পতন চায়।

তিনি আরো বলেন, সময় এসে গেছে জনবিস্ফোরণের। যে কোনো সময় এ সরকারের বিদায় ঘন্টা বাজিয়ে দিবে জনগণ। তাই মনোবল চাঙ্গা রেখে প্রস্তুতি নিন। সাধারণ মানুষকে সাথে নিয়ে শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে চাঁদপুরে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।

বিক্ষোভ সমাবেশে কচুয়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবীর প্রধানের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক মুকবুল আহমেদ মিয়াজীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন শিশু, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সোহেল গাজী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান শাকিলসহ কচুয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়