বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ মার্চ ২০২২, ০০:০০

কড়ইয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি
মোহাম্মদ মহিউদ্দিন ॥

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী কড়ইয়া ইউনিয়ন পরিষদের কার্যক্রম প্রায় অর্ধযুগ ধরে পরিচালিত হয়ে আসছে ভাড়া বাড়িতে। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে ভাড়া বাড়িতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হওয়ায় ইউনিয়নবাসী চরম দুর্ভোগের শিকার হয়ে আসছে। এ ইউনিয়নে একটি স্থায়ী কার্যালয় স্থাপনের জন্যে ইউনিয়বাসী দীর্ঘদিন দাবি জানিয়ে আসছেন। এ দাবির প্রেক্ষিতে ইউনিয়নের ১, ৩, ৪ ও ৫নং ওয়ার্ডের সংযোগস্থল (লুন্তি মৌজায়) তুলাতলী-লুন্তি রাস্তার বাম পাশে স্থান নির্বাচন করা হয়। কার্যালয় স্থাপনে প্রয়োজনীয় জমি দান করছেন এ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর। নির্বাচন করা এ স্থান গতকাল শনিবার সকালে পরিদর্শন করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

এ সময় ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেন, নির্বাচিত জায়গায় কার্যালয় স্থাপনের জন্যে উপযোগী। কার্যালয় স্থাপনে যাতে সহসায় উদ্যোগ নেয়া হয় সেজন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হবে। এছাড়াও প্রস্তাবিত কার্যালয়ের লোকজনের আসা-যাওয়ার সুবিধার্থে লুন্তি-তুলাতলী রাস্তাটি সংস্কারের মাধ্যমে মানোন্নয়নের আশ্বাস দেন তিনি।

এদিকে এ ইউনিয়ন পরিষদের স্থায়ী কার্যালয় স্থাপনের জন্যে জমি পাওয়ায় ও কার্যালয়ের স্থাপন শনাক্ত হওয়ায় ইউনিয়নবাসী স্বস্তি প্রকাশ করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়