বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ মার্চ ২০২২, ০০:০০

মতলব উত্তরে হাতি দিয়ে চাঁদা আদায় ॥ ব্যবসায়ীরা অতিষ্ঠ
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তরের হাটবাজারগুলোতে এক সপ্তাহ ধরে হাতি দিয়ে চাঁদা আদায় করা হচ্ছে। এ অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। হাতি দিয়ে চাঁদা আদায়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন ব্যবসায়ী ও পথচারীরা। গতকাল ৪ মার্চ শুক্রবার উপজেলার ছেংগারচর বাজারে প্রতি দোকানে হাতি দিয়ে চাঁদা তুলতে দেখা যায়। ছেংগারচর বাজারের ব্যবসায়ীরা বলেন, হাতির জ্বালায় আমরা অতিষ্ঠ। চাঁদা না দিলে নানাভাবে আমাদের বিরক্ত করছে। তাই ভয়ে চাঁদা দিচ্ছি।

৩ মার্চ বৃহস্পতিবার ইসলামিয়া মার্কেট নতুন বাজারেও হাতি দিয়ে চাঁদা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাল ব্যবসায়ী আজমত হোসেন বলেন, শনিবার সকালে দোকান খুলি। এক টাকাও বেচাকেনা হয়নি। কিন্তু হাতি এসে হাজির। চাঁদার জন্য ভয় দেখাচ্ছে। জীবনের ভয়ে বাধ্য হয়ে ৫০ টাকা দিয়েছি।

হাতির মাহুত শাকিল হোসেন বলেন, আমিতো চুরি করছি না। হাট-বাজার, রাস্তা-ঘাটে ঘুরিয়ে ঘুরিয়ে মানুষকে হাতি দেখিয়ে খুশি করে হাতির খাবারের জন্য টাকা নিচ্ছি।

এ ব্যাপারে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, হাতি দিয়ে চাঁদা আদায়ের কোনো সুযোগ নেই। এ রকম ঘটনা আমাকে কেউ জানায়নি। এখন জানলাম। খোঁজ নিয়ে ব্যবস্থা নেবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়