বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ মার্চ ২০২২, ০০:০০

রামপুর ইউনিয়নে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
গোলাম মোস্তফা ॥

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২০২২ উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় রামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল-মামুন পাটওয়ারীর সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ রাকিবুল হাসান খানের পরিচালনায় মহান স্বাধীনতা সংগ্রামের স্মৃতিচারণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান পাটওয়ারী, অবসরপ্রাপ্ত সহকারী সেটেলমেন্ট অফিসার মোঃ মফিজুল ইসলাম, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোঃ ফজলুল হক, সাবেক শিক্ষক মোঃ ইসমাইল হোসেন মাস্টার, অবসরপ্রাপ্ত নায়েক মোঃ দেলোয়ার হোসেন, ছোটসুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মোক্তার আহমেদ মাস্টার।

উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশাররফ হোসেন, মোঃ আব্দুল হাই, মোঃ আবুল বাশার, মোঃ সেফায়েত হাওলাদার, মোঃ সমেদ গাজী, মোঃ আমির হোসেন, মোঃ শাহাজান তালুকদার, মোঃ হাফিজ মিজি ও মোঃ আব্দুল হাই মিজি।

মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ কালু মিয়ার ছেলে মোঃ আলমগীর হায়দার, মরহুম আব্দুল হাই মজুমদারের ছেলে মোঃ জাকির হোসেন।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ৫নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান কাঞ্চন পাটওয়ারী, বর্তমান কমিটির সহ-সভাপতি শাহাদাত হোসেন জাকির পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী সোহেল, কৃষি বিষয়ক সম্পাদক খোকন চন্দ্র রায়, সহকারী সচিব মোঃ নূরে আলম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির খান, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছহাক তপদার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মহসীন খান, ইউপি সদস্য মোঃ সেলিম মিজি, মোঃ আবুল বাশার, সাকিবুল হাসান খান, মোঃ হোসাইন আহমেদ দুলাল, হাছান রাজা, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আফরোজা বেগম, শাহীনা বেগম, সুলতানা বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাছুম বিল্লাহ, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ ইয়াসিন ও গীতা পাঠ করেন ডাঃ উত্তম চন্দ্র।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়