প্রকাশ : ০৪ মার্চ ২০২২, ০০:০০
মতলব পৌরসভার ৩নং ওয়ার্ডের মধ্য কলাদী এলাকার হরিসভা হতে পূর্ব কলাদী রাস্তার মাঝে মুক্তিযোদ্ধা মোস্তফা কামালের বাড়ির সংযোগ সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে সবসময় এ রাস্তাটিতে পানি জমে থাকে। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও জনসাধারণের চলাচলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।
৩ মার্চ সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটি ময়লা পানিতে ডুবে আছে। তার মধ্যে ইট দিয়ে এলাকাবাসী চলাচল করছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে রাস্তার দু পাশের বাড়ির পানি সরানো যাচ্ছে না। ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে অবগত করা হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা হলে আমিসহ এলাকাবাসী উপকৃত হবে।