প্রকাশ : ০৪ মার্চ ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের উদ্যোগে গতকাল ৩ মার্চ বৃহস্পতিবার বিকেলে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নূর নবীর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল। আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান মিয়াজী, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঃ বারেক গাজী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর খান প্রমুখ।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ মোল্লা, আঃ রাজ্জাক খান, সুলতান আহমদ, আঃ মজিদ খান, মুসলিম খান, অলিউল্লাহ, শাহজাহান পাঠান, ইউপি সচিব শহীদ আলম, ইউপি সদস্য মুনসুর খান, মনির হোসেন খান, মোশাররফ হোসেন, মোঃ দুদু গাজী, আয়েশা বেগম, শাহানারা বেগমসহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন পেশার লোকজন।