প্রকাশ : ০৪ মার্চ ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ও কল্যাণপুর ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। গতকাল ৩ মার্চ বৃহস্পতিবার এ দুটি ইউনিয়নে মার্চ-এপ্রিল দুই মাস জাটকা ধরা নিষিদ্ধকালে ‘জেলেদের মাঝে ভিজিএফ কার্ডের চাল’ বিতরণ পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার খান আতাউর রহমান, ৭নং তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, ৩নং কল্যাণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী, সময় টিভির সাংবাদিক ফারুক আহম্মদ ও ইউপি সদস্যবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসারগণ।