বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ মার্চ ২০২২, ০০:০০

খেলাধুলায় প্রতিযোগিতাই হচ্ছে বড় বিষয়
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলায় ৫০তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি সোমবার দুপুরে উপজেলা মাঠে (প্রস্তাবিত শেখ রাসেল স্টেডিয়াম) পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল কাইয়ুম খান। পরিচালনা করেন ওটারচর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামরুজ্জামান হারুন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বদরপুর আদমিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, ইমামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার আবুল কালাম আজাদ, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজালাল প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ কুদ্দুস বলেন, যারা পুরস্কার পেয়েছে এবং যারা পায়নি তাদের সবাইকে আমার পক্ষ থেকে সাধুবাদ জানাই। খেলাধুলায় প্রতিযোগিতাই হচ্ছে বড় বিষয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আমরা চাই মাদকমুক্ত হয়ে ক্রীড়ায় যুক্ত হতে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা যদি ভালো ক্রীড়া নৈপুণ্য দেখায়, তাহলে তারাই আবার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যাবে, দেশের মান উজ্জ্বল করবে। তিনি আরও বলেন, খেলাধুলা শরীর ও মন বিকাশ রাখে। তাই নিয়মিত খেলাধুলা করা উচিত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়