বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ মার্চ ২০২২, ০০:০০

প্রযুক্তির আসক্তি কমাতে খেলাধুলার বিকল্প নেই
মোহাম্মদ মহিউদ্দিন/মেহেদী হাসান ॥

কচুয়ায় ৫০তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি কচুয়া উপজেলা শাখার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোতাছেম বিল্যাহর সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম। এ সময় তিনি বলেন, করোনায় দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীদের মনোজগতের ওপর মারাত্মক প্রভাব পড়েছে। রুটিন করে প্রতিদিন স্কুলে যাওয়া আসা, পড়তে বসা সবকিছুতেই একটা বড় ছন্দপতন হয়েছে। তারা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। মোবাইলে আসক্তি শিক্ষার্থীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তবে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকায় এখন বিদ্যালয়ের গুরুত্ব কিছুটা হলেও বুঝতে পেরেছে। মোবাইলের আসক্তি কমানোর জন্যে অভিভাবকদের আরো সতর্ক হতে হবে। তারা যেন মোবাইল বা ভার্চুয়াল মাধ্যমে কেবল ভালো দিকটি ব্যবহার করতে পারে সেজন্যে অভিভাবকদেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সেই সাথে তাদের সুষ্ঠু বিনোদনের ব্যবস্থা করে দিতে হবে এবং তাদের খেলাধুলায় সুযোগ দিতে হবে। প্রযুক্তির আসক্তি কমাতে খেলাধুলার বিকল্প নেই।

তিনি আরো বলেন, প্রতিটি শিক্ষার্থীকে যেমন পড়ালেখায় ভালো হতে হবে, ঠিক তেমনি খেলাধুলায়ও ভালো হতে হবে। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় আজকের শিক্ষার্থীরা এগিয়ে যাবে। সেজন্যে বতর্মান আওয়ামী লীগ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আজ যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে তাদের সকলের প্রতি রইলো শুভ কামনা।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশ্রাফ আলী খান, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন বাটা, কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর তালুকদার, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ এমরান ও গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, আশ্রাফপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলী আক্কাস প্রমুখ।

পরে বিভিন্ন ক্যাটাগরিতে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়