প্রকাশ : ০২ মার্চ ২০২২, ০০:০০
চাঁদপুর পৌর এলাকার ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী মোঃ আলমগীর হোসেন ইউসুফকে তার শ্বশুর বাড়ির লোকজন ও তার স্ত্রী মরিয়ম বেগম কর্তৃক প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৩ জনের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, আলমগীর হোসেনের সাথে চাঁদপুর শহরের ব্যাংক কলোনীর ভাড়াটিয়া মরিয়ম বেগম স্বপ্নার শরীয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্বপ্না তার স্বামীর সাথে ঝগড়া করে আসতো। এমনকি মারধর করার জন্যে তেড়ে আসতো। এমনকি উচ্ছৃঙ্খল চলাফেরা করতো। এ নিয়ে তার সাথে প্রায় ঝগড়াঝাটি হতো। হঠাৎ করে একদিন কিছু না বলে সে তার বাবার বাড়িতে চলে যায়। পরে তাকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে আসে। কিছু দিন পরে স্বপ্না তার স্বামীর অটোবাইক ও দোকান বিক্রির টাকা নিয়ে চলে যায়। এমনকি তার স্বামীকে তালাক প্রদান করে। কিন্তু মরিয়ম বেগম স্বপ্না তার স্বামীর বাসা থেকে নেয়া টাকা আনার জন্যে আলমগীর হোসেন তার শ্বশুর বাড়িতে গেলে সকল বিবাদী মিলে তাকে হুমকি দেয়। এ নিয়ে স্থানীয় গণ্যমান্যদের বিষয়টি জানায়। সালিসে টাকা ফেরত দেয়ার জন্যে বলা হলেও তারা কোনো কর্ণপাত করেনি। এমনকি এ বিষয়ে গণ্যমান্যকে জানানোর কারণে আলমগীর হোসেনকে বেদম মারধর করে এবং সাথে থাকা নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায় ও প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে আলমগীর হোসেন অসহায় হয়ে পড়েছে।