বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ মার্চ ২০২২, ০০:০০

লেখক ফোরামের বসন্তের কবিতা পাঠ
ফরিদগঞ্জ প্রতিনিধি ॥

‘অপুষ্টিতে ভোগা এক পলাশের তলে/ কোনো এক রোদমাখা ফাগুন বিকেলে/ডাকাতিয়ার মৃদু হাওয়া এসে চুমু খায়/বিষহীন সাপুড়ের বীণে। এই ¯িœগ্ধ বিকেলে জলছোঁয়া পানায়/গাড়িগুলো উড়ে বেড়ায় চোখের সামনে/আমরা যেন একঝাঁক লেখক পোকা/আড্ডা দিই ফাল্গুনি নামে। পাশ থেকে বেজে ওঠা দূরের শব্দ/যদিও করে ব্যাঘাত আমাদের কথায়/যদিও পাখির ডাক মিশে যায় সুরে/আমাদের নির্মল এই আনন্দে (-দন্ত্যন ইসলাম)।’

ফরিদগঞ্জ লেখক ফোরামের ৪২৭তম সাহিত্য আড্ডার বিষয়বস্তু, পরিবেশ এবং অনুভূতি কবিতায় প্রকাশ করলেন আড্ডার প্রধান আলোচক কবি দন্ত্যন ইসলাম। ২৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে ফরিদগঞ্জ লেখক ফোরামের সাহিত্য আড্ডার বিষয়বস্তু ছিলো ‘বসন্তের কবিতা পাঠ ও পর্যালোচনা’। অমৃত ফরহাদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোস্তফা কামাল মুকুল। ডাকাতিয়া নদীর পাড়ে শিমুলের তলে সাহিত্যিকদের জম্পেস আড্ডায় কবিতা পাঠ করেন মেহেরাজ হাসান সৌরাভ, তাসনিফ ইমন, সাহেদ বিন তাহের, গাজী জাহিদ হাসান, ফাতেমা আক্তার শিল্পী, মোস্তাফিজুর রহমান। গল্প পাঠ করেন ইয়াছিন দেওয়ান। গান পরিবেশন করেন তারেক রহমান তারু ও ইমন পাটওয়ারী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহসিন হাসান শুভ্র, তৃপ্তি মনি, পিংকি আক্তার, ফাহিমা আক্তার প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়