প্রকাশ : ০১ মার্চ ২০২২, ০০:০০
চাঁদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুনের সার্বিক তত্ত্বাবধানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। গত ২৭ ফেব্রুয়ারি রোববার দুপুর আড়াইটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মজিবুর রহমানের নেতৃত্বে গঠিত রেইডিং টিম হাজীগঞ্জের মকিমাবাদ এলাকাস্থ চাঁদপুর-কুমিল্লা রোডের উত্তর পাশে মেসার্স শাহ পরান স্টোর থেকে মোঃ ওমর ফারুক (৩৪)কে ২শ’ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য ১লাখ টাকা। এ বিষয়ে পরিদর্শক মোঃ মজিবুর রহমান বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।