মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

এমকে মানিক পাঠান ॥

ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিভিন্ন প্রার্থীর দাখিলকৃত মনোনয়ন যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন হয়েছে গতকাল রোববার। দিনব্যাপী এ যাচাই-বাছাইয়ে মোট ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সভাপতি পদে ৪ জন, সহ-সভাপতি পদে ২ জন ও সদস্য পদে ৪ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হয়েছে।

মনোনয়ন প্রত্যাহারের শেষদিন হলো আগামী ১৪ মার্চ। ২৪ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মোট ভোটার রয়েছে ১শ’ ৯৮ জন।

সমিতির সভাপতি পদে প্রার্থীরা হচ্ছেন যথাক্রমে নামের (আদ্যাক্ষর) অনুসারে ৪নং কেএসএস লিঃ-এর সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামাল পাঠান, ২নং উত্তর কেরোয়া কেএসএস লিঃ-এর সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম সোহাগ, চরপাড়া কেএসএস লিঃ সমিতির সভাপতি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নূর নবী মানিক এবং দিয়ারম-ল কেএসএস লিঃ সমিতির সভাপতি ও সমিতির বর্তমান নির্বাচিত সভাপতি তরুণ সমাজসেবক আবদুছ ছালাম জুয়েল।

সহ-সভাপতি পদে ২ প্রার্থী হচ্ছেন ৩নং সকদি রামপুর কেএসএস লিঃ সমিতির সহ-সভাপতি ফখরুজ্জামান মিয়া ও দক্ষিণ কাছিয়াড়া কেএসএস লিঃ সমিতির সহ-সভাপতি সাইফুল ইসলাম। সদস্য পদের প্রার্থীরা হচ্ছেন পশ্চিম কাছিয়াড়া কেএসএস লিঃ সমিতির সদস্য মামুনুর রহমান, ১নং উপাদি কেএসএস লিঃ সমিতির সদস্য মোতালেব পাটওয়ারী, সাফুয়া এমবিএসএস লিঃ সমিতির সদস্য জেসমিন আক্তার ও কৃষ্ণপুর এসএস লিঃ সমিতির সদস্য বিল্লাল হোসেন।

আগামী ২৪ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার রয়েছে ১শ’ ৯৮ জন। গতকাল রোববার উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসানের সরকারি স্মারক নং স্বাক্ষরিত পত্রের মাধ্যমে বৈধ প্রার্থীদের নামের তালিকা পাওয়া যায়¬¬।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়