বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে গৃহহীনদের ঘর দিলেন অ্যাডঃ আব্বাস
ফরিদগঞ্জ প্রতিনিধি ॥

ঢাকা ট্যাক্সেস বারের সাবেক প্রেসিডেন্ট, বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক অ্যাডঃ আব্বাস উদ্দীন ভূমি ও গৃহহীনদের মাঝে ঘর ও আর্থিক সহায়তা প্রদান করেছেন। রোববার সকালে পৌর এলাকার বড়ালী গ্রামে এসব সামাজিক কর্মকা-ে তিনি ব্যস্ত ছিলেন।

ওইদিন তিনি তাঁর ব্যক্তিগত অর্থয়ানে বড়ালী এলাকার মৃত আব্দুল হামিদের স্ত্রী ফাতেমা বেগমকে নবনির্মিত একটি বসত ঘর তুলে দেন। একই সময় ওই এলাকারই তফুরের নেছাকে একটি বসত ঘর করে দেয়াসহ ক্যান্সার আক্রান্ত কিশোর রবিউলের চিকিৎসার ব্যয়ভার বহনের আশ্বাস দেন। পরে তিনি বড়ালী ফুলমতির নেছা ফোরকানিয়া মাদ্রাসা নির্মাণের জন্য ভূমির দলিল মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর ও নূতন ভবনের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। তাঁর সাথে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, পৌর বিএনপির সভাপতি আমানত হোসেন গাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সহ-সভাপতি মনির হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন, সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়