বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

চাঁদপুর সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক অর্ধশতাধিক কম্বল বিতরণ
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা প্রবাসী কবির পাটোয়ারী কর্তৃক অর্ধশতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর সাহিত্য একাডেমির হলরুমে আলোচনা শেষে হত দরিদ্রের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী বেলালের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি অ্যাডঃ ইকবাল-বিন-বাশার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের ঐতিহ্যবাহী রক্তদাতা সংস্থা জীবন দ্বীপ-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাপ্তাহিক দিবাচিত্র পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক বিনয় ভূষণ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ প্রফেসর বিলকিস আজিজ, রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক লিমিটেড চাঁদপুর আঞ্চলিক কার্যালয়ের এজিএম এম.কে. মজিবুর রহমান, ‘শিল্প চূড়া’ এবং ‘মাদক মুক্ত চাঁদপুর গড়ি’র সভাপতি মাহবুবুর রহমান সেলিম, চাঁদপুর রেলওয়ে শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ মাহমুদা খানম এবং সংবর্ধিত অতিথি সাপ্তাহিক চাঁদপুর কাগজ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মুনাওয়ার কানন।

উপস্থিত ছিলেন চাঁদপুর সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল আহমেদ আখন্দ, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার সেলিম, ফাউন্ডেশনের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ মাসুদ হাসান, প্রচার সম্পাদক মোঃ রাসেল গাজী, সহ-প্রচার সম্পাদক ওমর শরীফ, দৈনিক একাত্তর কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার যথাক্রমে মিঠুন বিশ^াস, আহসানুর রহমান সোহেল, মোঃ মজিবুর রহমান, ‘নবরূপ’ মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক পি.এম. বিল্লাল প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়