প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে কচুয়ার ঐতিহ্যবাহী শাজুলিয়া দরবার শরীফের দোয়া ও মাহফিল।
এ উপলক্ষে শাজুলিয়া দরবার শরীফের পীর শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলি মঙ্গলবার সাংবাদিকদের বলেন, বিশ^বাসীর কল্যাণ কামনায় প্রতি বছর বছর এখানে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। এ বছরও মহামারি করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হবে। যারা মাহফিলে অংশগ্রহণ করবে তাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই মাস্ক পরে মাহফিলে অংশগ্রহণ করার অনুরোধ জানান তিনি।