প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়াকে মতলব দক্ষিণের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিউম্যানিটিস অর্গানাইজেশনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়েছে। গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় মতলব দক্ষিণ থানায় অনাড়ম্বর পরিবেশে এ শুভেচ্ছা স্মারক অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়ার হাতে তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন হিউম্যানিটিস অর্গানাইজেশেনের সভাপতি মোঃ ফরহাদ আহমেদ আলী, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাসুম, শাহপরান, মোঃ মেহেদী, সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সুফিয়ান মেহেদী, কোষাধ্যক্ষ মশিউর রহমান বাধন, সদস্য মোঃ রাজিব, মোঃ আনাস, তরিকুল ইসলাম, মোঃ মামুন।