প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২২, ০০:০০
স্মরণসভা ও আলোচনা সভার মধ্য দিয়ে শুক্রবার নাট্যচার্য্য ও শিক্ষক সেলিম আল দীনকে স্মরণ করেছে ফরিদগঞ্জ থিয়েটার।
১৫ জানুয়ারি সকালে উপস্থাপক শামীম হাসানের সঞ্চালনায় ফরিদগঞ্জ ফিরোজা কলিম একাডেমি মঞ্চে অর্ধশত শিক্ষার্থীকে নিয়ে এ স্মরণসভার আয়োজন করা হয়। স্মরণসভায় সেলিম আল দীনের জীবন দশা ও তার নাট্য জীবন সম্পর্কে শিক্ষার্থীদের তার সম্পর্কে বলেন, ফরিদগঞ্জ থিয়েটারের পরিচালক বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক ফরিদ আহমেদ রিপন। এরপর শিক্ষার্থীরাসহ ফরিদগঞ্জ থিয়েটারের নেতৃবৃন্দ সেলিম আল দীনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফরিদগঞ্জ থিয়েটারের পরিচালক ফরিদ আহম্মেদ রিপন বলেন, সেলিম আল দীন সম্পর্কে আমাদের নতুন প্রজন্মকে জানতে হবে, তার সম্পর্কিত বইগুলো পড়তে হবে। এতে যেমনি তার সম্পর্কে জানা হবে একইভাবে অসাধারণ কর্মগুলো আমাদের জীবনে প্রতিফলন ঘটিয়ে জীবনকে সমৃদ্ধ করা যাবে। এ সময় তিনি বাংলাদেশ থিয়েটার কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন ইউসুফ ও সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়নার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, সেলিম আল দীনের মহৎ কর্মগুলো সবার মাঝে ছড়িয়ে দিয়ে নিজের জীবন গঠনে তা সহায়ক হবে এমন কার্যক্রম গ্রহণ করতে হবে বাংলাদেশ থিয়েটারকে।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থিয়েটারের সদস্য তানজিন ইসলাম আলো, মাহাবুবুর রহমান, জাবের আলম ইসলামসহ ফরিদগঞ্জ থিয়েটারের অন্য সদস্যরা।