সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২২, ০০:০০

কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি ॥

কচুয়া উপজেলায় নতুন যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা মোঃ মোতাছেম বিল্যাহ কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় নব যোগদানকৃত ইউএনও মোঃ মোতাছেম বিল্যাহ বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশার সাথে জড়িতদের আমি সম্মান করি। আমি বিশ^াস করি কচুয়াকে এগিয়ে নিয়ে যেতে আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন এবং আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন, সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার ও রাকিবুল হাসান।

উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম, সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল, আমির হোসেন মজুমদার, যুগ্ম সম্পাদক সুজন পোদ্দার, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক ওমর ফারুক সাইম, কোষাধ্যক্ষ মোঃ মহসিন হোসাইন, দপ্তর সম্পাদক শান্তু ধর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সাঈদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলী আক্কাছ তালুকদার, সদস্য সনতোষ চন্দ্র সেন, মাইনউদ্দীন আহমেদ সবুজ, মোঃ রাছেল, সাইফুল ইসলাম সুমনসহ সদস্যবৃন্দ।

উল্লেখ্য, মোঃ মোতাছেম বিল্যাহ ২০১৪ সালে ৩৩তম বিসিএস-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন। সর্বশেষ তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। গত ৯ জানুয়ারি রোববার কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়