সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২২, ০০:০০

মানুষ বেঁচে থাকে তার কর্মে
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী পুরানবাজার দাসপাড়া সার্বজনীন শ্রী শ্রী কালীমন্দির কমিটির সভাপতি প্রয়াত স্বপন কুমার দাসের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ জানুয়ারি শুক্রবার বিকেলে পুরাণবাজার শ্রীশ্রী কালীমন্দিরে অনুষ্ঠিত শোকসভায় বক্তারা বলেন, মানুষ বেঁচে থাকে তার কর্মে, ধর্মে নয়। মৃত্যুর পর বিবেচনা হয় সে মানুষ হিসেবে কেমন ছিলেন। জীবদ্দশায় সে কতটুকু ভালো কাজ করেছেন। তার কর্মেই সে বেঁচে থাকেন সমাজের মানুষের মাঝে। প্রয়াত স্বপন দাসও ছিলেন তেমন একজন মানুষ। যার কর্মই তাকে চির স্মরণীয় করে রাখবে সকলের কাছে।

শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক। পুরাণবাজার দাসপাড়া সার্বজনীন কালীমন্দিরের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাসের সভাপতিত্বে ও মন্দিরের সহ-সভাপতি মৃনাল কান্তি দাসের সঞ্চালনায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চাঁদপুর জেলা জজকোর্টের পিপি অ্যাডঃ রনজিত কুমার রায় চৌধুরী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সিনিয়র সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্ত্তী, চাঁদপুর মৎস্য ব্যবসায়ী বণিক সমিতির সভাপতি মানিক জমাদার, চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পর্ষদের সভাপতি দুলাল চন্দ্র দাস, চাঁদপুর সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, মতলব দক্ষিণ উপজেলা ঐক্য পরিষদের সভাপতি গণেশ চন্দ্র ভৌমিক, মতলব উত্তর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদ সাংবাদিক শ্যামল দাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিক আহম্মেদ মিন্টু, বিশ^নাথ দাস, চাঁদপুর জেলা পরিবেশক সমিতির সভাপতি কামরুল ইসলাম জগলু, সাধারণ সম্পাদক মোঃ জামাল সাকিব, সহ-সভাপতি মোঃ জানে আলম, কোষাধ্যক্ষ ফিরোজ খান, অ্যাডঃ নিবাস চন্দ্র সরকার, শিক্ষক গোপাল চন্দ্র ঘোষ, ডাঃ রনজিৎ দেবনাথ, মন্দির কমিটির বিকাশ দাস, মনিরাম দাস, শ্যামসুন্দর দাস, প্রদীপ দাস, দিবাস দাস প্রমুখ।

শোক সভা শেষে সার্বজনীন শ্রীশ্রী কালীমন্দির কমিটির নেতৃবৃন্দসহ উপস্থিত এলাকাবাসীর দাবির মুখে চাঁদপুর হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক কালীমন্দিরের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রয়াত স্বপন কুমার দাসের শূন্য পদে আসীন হওয়ার জন্য সর্বসম্মতিক্রমে সমাজসেবা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত অফিসার দুলাল দাসকে সভাপতি হিসেবে নাম ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়