সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২২, ০০:০০

শাহরাস্তিতে ফেন্সিডিল ফেলে পালালো মাদক ব্যবসায়ী
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

শাহরাস্তিতে পুলিশের হাতে ধরা খাওয়ার ভয়ে ৩শ’ বোতল ফেন্সিডিল ফেলে দিয়ে পালিয়ে গেছে মাদক ব্যবসায়ী। শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান সংবাদ পেয়ে দুটি বস্তায় ৩শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।

পুলিশ জানায়, ১৩ জানুয়ারি বুধবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কালিয়াপাড়া এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করার সময় সংবাদ আসে উপজেলার বলশিদ এলাকায় দুটি বস্তা রাস্তার পাশে পড়ে রয়েছে। তাৎক্ষণিক শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান, উপ-পরিদর্শক শেখ কামাল বলশিদ উত্তরপাড়া চৌধুরী বাড়ির রাস্তার পাশ থেকে বস্তা দুটি উদ্ধার করে। উপস্থিত এলাকাবাসীর সামনে বস্তা দুটি খুলে দেখা যায় ফেন্সিডিল।

এলাকাবাসী জানায়, একটি প্রাইভেটকার এ পথে ঢুকে পড়ে। এলাকাবাসীর সন্দেহ হলে তারা জানান, তাদের গাড়ির লাইসেন্স নেই তাই পুলিশ তাদের পিছু নিয়েছে। এলাকাবাসী ধারণা করছেন, প্রাইভেটকার থেকেই বস্তা দু’টি ফেলে দেয়া হয়েছে। পুলিশ ধারণা করছে কালিয়াপাড়া এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা বলশিদ এলাকায় ঢুকে পড়ে। অপরিচিত এলাকায় ঢুকার কারণে পুলিশ ও জনগণের তোপের মুখ থেকে রেহাই পেতে ফেন্সিডিলগুলো ফেলে দেয়।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান জানান, মাদক কারবারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তা দুটি উদ্ধার করি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়