সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২২, ০০:০০

চাঁদপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি সোমবার সকালে চাঁদপুর শহরের বিপণীবাগ দলীয় কার্যালয়ে জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের দ্বি-বার্ষিক এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম।

তিনি তাঁর বক্তব্যে বলেন, শ্রমিকরাই পারে উৎপাদনশীল একটি উন্নত রাষ্ট্র গঠন করতে। আবার শ্রমিকরাই পারে একটি দেশকে অচল করে দিতে। তিনি বলেন, অধিকার বঞ্চিত শ্রমিকদের ঐক্যবদ্ধ করে তাদের ন্যায্য অধিকার আদায়ের মাধ্যমে উৎপাদনশীল উন্নত রাষ্ট্রগঠন করতে ইসলামী শ্রমিক আন্দোলন দেশব্যাপী কাজ করে যাচ্ছে। মালিক শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে ইসলামী আন্দোলনের আমীর পীর সাহেব চরমোনাই নেতৃত্বে উন্নয়নশীল কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা হবে।

জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি পীরজাদা মাওলানা আফসার উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীন।

ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা হেলাল আহমাদ, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সেলিম হুসাইন প্রমুখ।

এছাড়াও শ্রমিক আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী কেএম ইয়াসীন রাশেদ সানী, অর্থ সম্পাদক মামুনুর রশিদ বেলাল, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীরসহ শ্রমিক আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে ইসলামী শ্রমিক আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের প্রস্তাবনা ও সভার সম্মতিক্রমে ২০২২ সালের জন্য কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে পীরজাদা মাওলানা আফসার উদ্দিনকে সভাপতি, মোহাম্মদ আবুল বাশার তালুকদারকে সহ-সভাপতি ও মোহাম্মদ মুহিব্বুল্লাহকে সাধারণ সম্পাদক করে করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়