প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২২, ০০:০০
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্বরলিপি নাট্যগোষ্ঠীর আয়োজনে গ্যালাক্সী রিসোর্ট নিবেদিত সপ্তাহব্যাপী উৎসব ‘সম্প্রীতির বন্ধন’ আজ উদ্বোধন হতে যাচ্ছে। ১৪ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে। ভার্চুয়ারি এই উৎসব উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। ‘মানবতার সেবার মধ্যেই জীবনের সার্থকতা’-এই শ্লোগানে অনুষ্ঠিত উৎসবের প্রতিদিন অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেয়ার ভাবনায় থাকছে- মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের চিত্র প্রদর্শনী, বধ্যভূমির ভাস্কর্য, ২৫ মার্চ গণহত্যার ভাস্কর্য, ‘মানবতা জাগ্রত হোক সকলের হৃদয়ে’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।
সপ্তাহব্যাপী অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে : ১৪ জানুয়ারি শুক্রবার বিকেল সাড়ে ৩টায় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি কর্তৃক ভার্চুয়ালি উদ্বোধন। বিকেল ৪টা থেকে প্রতিদিন মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাভিত্তিক চিত্র প্রদর্শনী (সহযোগিতায়-বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশী স্মৃতি সংসদ)।