প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২২, ০০:০০
‘নিরাপদ সড়ক চাই’ চাঁদপুর জেলা কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে গতকাল ১৩ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে এমএ লতিফ ও সাধারণ সম্পাদক পদে শেখ মহিউদ্দিন রাসেল ২ বছর (২০২২ ও ২০২৩) মেয়াদে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে এমএ লতিফ ৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন মাওঃ আবদুর রহমান গাজী। সাধারণ সম্পাদক পদে শেখ মহিউদ্দিন রাসেল পেয়েছেন ২৬ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী মোঃ শওকত করিম পেয়েছেন ২৪ ভোট। নির্বাচিত সভাপতি এমএ লতিফ ও সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল এ নিয়ে টানা ৩ দফায় সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
চাঁদপুর শহরের ক্যাফে কর্নারের ৪র্থ তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সকাল ১০টা থেকে শুরু করে একটানা দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫২ ভোটারের মধ্যে ৫০ জন ভোটার প্রত্যক্ষভাবে তাদের ভোট প্রদান করেন। ভোটারদের মধ্যে ছিলেন ৬ জন নারী ভোটার। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ও সংগঠনের উপদেষ্টা সোহেল রুশদী।
ফলাফল ঘোষণাকালে সোহেল রুশদী বলেন, অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন হয়েছে। যা সকল মহলে গ্রহণযোগ্যতা পাবে। সকল প্রকার ভেদাভেদ ভুলে সংগঠনের স্বার্থে সকলকে একযোগে কাজ করার জন্যে অনুরোধ করছি।
এ সময় আরো বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা কমিটির উপদেষ্টা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার। প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য রাখেন বিজয়ী সভাপতি এমএ লতিফ, বিজয়ী সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, বিজিত সভাপতি প্রার্থী মাওঃ আবদুর রহমান গাজী ও বিজিত সাধারণ সম্পাদক প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ শওকত করিম।